ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি বর্বরত হামলার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন বিক্ষোভ

ধামরাই প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধামরাই উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা। একইসঙ্গে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহনেরও তাগিদ দেওয়া হয়।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ধামরাই থানাবাসস্ট্যান্ড এলাকায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা জড়ো হয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবন্ধন ও বিক্ষোভ করতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে শতশত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে ধামরাই পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।
জীবন বাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা আরও জানায়, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরিহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা, গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় ধামরাইবাসীও রাজপথে বিক্ষোভে নেমে এসেছে। এরপর থেকে যদি বিশ্বের কোন মুসলমানের উপর হামলা করা হয় তাহলে বিশ্বের মুসলিমও বসে থাকবেনা। মহান আল্লাহ’র সাহায্য অতি নিকটে তাই বিচলিত হওয়ার কিছু নেই

error: Content is protected !!