ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড জামাইপাড়া এলাকা থেকে ইয়াবাসহ শিরাজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আফসার আলীর ছেলে। অভিযানে আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষ এই অভিযানটি পরিচালনা করেন ধামরাই থানার পুলিশ ও স্থানীয় আনসার বাহিনী।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে আমরা নিয়মিতভাবে কাজ করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। কুল্লা ইউনিয়নসহ পুরো উপজেলায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।