ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৬টি ভেকু জব্দ করছে উপজেলা প্রসাশন

সম্পাদক
এপ্রিল ১০, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়ন চারদ্দর বিল এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার কাজে ব্যাবহৃত ৬টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় ভেকু চালক ও মাটি কাটা চক্রের সদস্যরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসকল ভেকু জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।

উপজেলা প্রশাসন জানায়, প্রায় ১৫ একর জায়গাজুড়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে একটি চক্র। চলমান এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদে ফেরার পথে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের চোখে পড়ে ভূমি দস্যুদের মাটি লুটপাটের দৃশ্য। এসময় মাটি কাটার চক্রকে হাতেনাতে ধরতে ছুটে যান তিনি। কিন্ত দূর থেকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত অপরাধীরা ও ভেকুর ড্রাইভারসহ লোকজন পালিয়ে যায়। এসময় ৬টি ভেকু জব্দ করে উপজেলা প্রশাসন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনীক গণমাধ্যম কর্মীদের জানান, ধামরাই উপজেলা প্রশাসন কৃষি জমি রক্ষার্থে সবসময় সচেষ্ট রয়েছে। কৃষি জমি রক্ষার্থে এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন।

ইতিপূর্বেও প্রশাসন অসংখ্যবার এমন অভিযান পরিচালনা করেছে। কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে

error: Content is protected !!