ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনায় বেলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রিপন মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই দপ্তরি বিদ্যালয়ের এক ছাত্রের মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও শেষপর্যন্ত বিয়ে না করায় ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ওই নারী রিপন মিয়ার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় সাবেক ইউপি সদস্য মেহের আলী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক গ্রাম্য সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। সালিশে ৫ লাখ টাকার বিনিময়ে ঘটনা নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর এমন অনৈতিক কর্মকাণ্ড কীভাবে সহ্যযোগ্য হতে পারে।
উল্লেখ্য, এ ঘটনায় এখনও কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।