“নিরাপদ সড়ক চাই” (নিসচা) ধামরাই শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে পরীক্ষায় উত্তীর্ণ সদস্যদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রেজুয়ান আহমেদ চৌধুরী (রবিন), যিনি বর্তমানে কালামপুর বাজার ও গরু ছাগলের হাটের ইজারাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সালেহ উদ্দীন, যিনি নিরাপদ সড়ক গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার ধামরাই শাখার সভাপতি জনাব নাহিদ মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সচেতনতা, প্রশিক্ষণ ও নৈতিকতা অপরিহার্য। তরুণ প্রজন্মকে এ আন্দোলনে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
সনদপ্রাপ্ত সদস্যদের মাঝে ছিলো উৎসাহ ও উদ্দীপনার জোয়ার। অনেকেই জানিয়েছেন, তারা ভবিষ্যতে সড়ক নিরাপত্তা বিষয়ে আরও সচেতনতা মূলক কাজ করতে প্রস্তুত।