আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ধামরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নতুন দক্ষিণ পাড়া মহল্লার শাহিন একাডেমিক স্কুলে এ সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুর রহমান শহীদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ফার্দুন।
সভাটি সঞ্চালনা করেন সাবেক বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইশতিয়াক আহমেদ ফারুক।
সভায় বক্তারা বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। বিএনপিকে সুসংগঠিত করেই আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মোঃ আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি
এনায়েতুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি
খুররম চৌধুরী টুটুল, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল
জাবেদ আলী, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল
বক্তারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির চলমান রাজনীতি ও আন্দোলনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, বর্তমান দুঃশাসন থেকে মুক্তির একমাত্র পথ তারেক রহমানের ঘোষিত রূপরেখা বাস্তবায়ন।