ঢাকার ধামরাইয়ে ২০২৪-২৫ অর্থবছরের ২০২৫-২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব প্রণোদনা কর্মসূচির আওতায় ধামরাই উপজেলার মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ০৯ এপ্রিল) সকালে উপজেলা চত্ত্বরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক কৃষকদের মাঝে এসকল সার ও বীজ বিতরণ করেন। এসময় প্রতি কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহিমান জানান, ভূট্টাসহ অন্যান্য রবি শস্যের কর্তনের পরই জমি খালি না রেখে স্বল্প জীবনকালের এ ধান কৃষকদের চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ব্রিধান ৯৮ ও ব্রিধান ৪৮ এ দুটি জাতের বীজ বিতরণ করা হয়েছে।
তিনি আরোও বলেন, ১১০-১২ দিনের মধ্যেই এ ধান কর্তন করা সম্ভব হবে। সঠিক পরিচর্যা করলে বৃষ্টি নির্ভর চাষের উপযোগী এই আধুনিক ধানের বিঘা প্রতি ০৫ টন ফলন পাওয়া আশা করা যায়। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এ কর্মসূচি বাস্তবায়নে সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাবেন।
সার বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, সাংবাদিক খালেদ বিন আব্দুল আজিজসহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।