ঢাকার ধামরাই উপজেলার দেওনাই গ্রামে ভেকু দিয়ে প্রতিবেশী আলী হোসেনের ৩২ বছরের পাকা বাড়ি ও বাউন্ডারি ওয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে দখল নেওয়া ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত আশরাফ আলীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ ভেকু নিয়ে এসে আলী হোসেনের দীর্ঘদিনের বসতবাড়ি ও চারপাশের বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে আশরাফ আলী ও তার লোকজন। এসময় বাড়ির ভেতরে থাকা মালামালও লুটপাট করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধামরাই থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে আটক করে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
–