ধামরাইয়ে শনিবার দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে
রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: আগামীকাল শনিবার (২ আগস্ট ২০২৫) ধামরাই জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য এই সময়জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে করে ধামরাই পৌরসভাসহ আশপাশের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কিছুটা ভোগান্তি হতে পারে। তবে দ্রুত সময়ে কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে ধামরাই বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকদের আগাম সতর্কবার্তাও দেওয়া হয়েছে। গ্রাহকদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই অসুবিধা ভবিষ্যতে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।