বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, ধামরাই পৌরসভা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে মোট ২৬ জন নেতার নাম প্রকাশ করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান, আর ১ম যুগ্ম আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান। এছাড়াও ৫ জন যুগ্ম আহ্বায়ক, ১ জন সদস্য সচিব এবং ১৯ জন সদস্য মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পদবি নিম্নরূপ:
আহ্বায়ক কমিটি-২০২৫ (৫ মাসের জন্য অনুমোদিত):
১. আব্দুর রহমান – আহ্বায়ক
২. মিজানুর রহমান – ১ম যুগ্ম আহ্বায়ক
৩. মোঃ পারভেজ হোসেন – যুগ্ম আহ্বায়ক
৪. মোঃ জুবেল – যুগ্ম আহ্বায়ক
৫. মোঃ হাসেম আলী – যুগ্ম আহ্বায়ক
৬. মোঃ তায়েব কিসলু – যুগ্ম আহ্বায়ক
৭. মোঃ সেলিম – যুগ্ম আহ্বায়ক
৮. শাহিন – যুগ্ম আহ্বায়ক
৯. আবুল কাশেম – যুগ্ম আহ্বায়ক
১০. মোঃ ফারুক হোসেন – যুগ্ম আহ্বায়ক
১১. মোঃ আলমগীর – সদস্য সচিব
১২. রবিন আহমেদ – সহকারী সদস্য সচিব
১৩. মোঃ সাকিব – সহকারী সদস্য
১৪. মোঃ আলামিন আলী – সহকারী সদস্য
১৫. আলআমিন – সহকারী সদস্য
১৬. শ্রী গোপী ঘোষ – সহকারী সদস্য
১৭. মোঃ মোশারফ – সহকারী সদস্য
১৮. রিয়াজ – সহকারী সদস্য
১৯. আব্দুল মোটলেব – সহকারী সদস্য
২০. নূরনবী – সহকারী সদস্য
২১. জাহিদ হাসান – সহকারী সদস্য
২২. মোঃ মনসুর – সহকারী সদস্য
২৩. মোঃ শাহজাহান – সহকারী সদস্য
২৪. মোঃ লাল মিয়া – সহকারী সদস্য
২৫. জাইফুল ইসলাম – সহকারী সদস্য
২৬. নাহিদ হোসেন – সহকারী সদস্য
কমিটির অনুমোদনে স্বাক্ষর করেছেন ঢাকা জেলা শাখার আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির ও সদস্য সচিব মোঃ লিয়াকত হোসেন।