ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মামার বাসা থেকে সিআইডির অভিযানে আটক তৌহিদ আফ্রিদি

ধামরাই বার্তা ২৪
আগস্ট ২৪, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে আটক করেছে সিআইডি। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকামুখী সিআইডি টিম তাকে তার মামার বাসা থেকে গ্রেপ্তার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সিআইডির দল ঢাকা থেকে গিয়ে অভিযানে অংশ নেয় এবং আফ্রিদিকে আটক করে ঢাকায় নিয়ে আসে।

এ বিষয়ে সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বলেন, “বরিশালে অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।”

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যা বর্তমানে সিআইডির তত্ত্বাবধানে তদন্তাধীন।

উল্লেখ্য, ওই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় আসামি এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তৃতীয় আসামি হিসেবে নাম রয়েছে। এ মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি। মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি ও আরও প্রায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

error: Content is protected !!