ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিনে শফিকুল হ/ত্যা প্রধান আসামী আল আমিন র‍্যাবের হাতে আটক

ধামরাই বার্তা ২৪
জুন ১৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঈদের দিনে শফিকুল হ/ত্যা প্রধান আসামী আল আমিন র‍্যাবের হাতে আটক।

ঢাকার ধামরাইয়ে ঈদের দিনে শফিকুল ইসলাম হত্যা কান্ডের প্রধান আসামী আল আমিন (২৪) কে গ্রে/প্তার করেছে র‍্যাব।
শুক্রবার (১৩ জুন) প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাব-৪ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানার মুমিন খাঁ এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিন কে গ্রেপ্তার করে।
ঈদের দিন হত্যা কান্ডের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে, পরে শফিকুলের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি হ/ত্যা মামলা দায়ের করলে র‍্যাব-৪ এর আভিযানিক দল হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।
মামলার এজাহার ও র‍্যাব জানায়,ভিকটিম নিহত শফিকুল ইসলাম (২৬) দির্গদিন চাকুরির চেষ্টা করে আসছিলো। টাকা পয়সা লেনদেন নিয়ে আসামিদের সাথে শফিকুলের পূর্ব শ/ত্রুতা ছিলো। গত ৬ জুন দুপরে ভিকটিম শফিকুল ইসলাম ঈদের মার্কেট করার জন্য বাসা থেকে বের হয়। মার্কেট শেষে রাতে বাড়ী ফেরার পথে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বিলকুশনাই গ্রামের কাঁচা রাস্তার উপর আসামি আল আমিন ও তার সহযোগিরা মিলে ছু/রিকা/ঘাতে হ/ত্যা করে আত্মগোপনে চলে যায়।
পরে স্থানীরা ঈদের দিন সকালে বিলকুশনাই কাচা রাস্তার উপর শফিকুলে র/ক্তা/ক্ত লা/শ দিখতে পায়, পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ সুরতহাল করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় যায়।

error: Content is protected !!