ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ইয়াবাসহ তিন যুবক আটক

ধামরাই বার্তা ২৪
জুন ২৫, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা), ২৫ জুন:
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার রাতে কালামপুর বাসস্ট্যান্ডের করিম ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—কুশুরা এলাকার শফিকুল ইসলাম বাবু (২৮), শোলধন এলাকার মোহাম্মদ মুরাদ হোসেন (৩০) এবং সম্রাট শাহীন (৩০)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছে থাকা ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!