ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারী ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ধামরাইয়ের সাধারণ মানুষ। শনিবার ধামরাই উপজেলা থেকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিলটি ধামরাই উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ধামরাই বাজার ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে “চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও”, “সোহাগ হত্যার বিচার চাই”, “দুর্বৃত্তদের ফাঁসি চাই”—এমন গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রসঙ্গত, ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে গতকাল শুক্রবার খুন হন ভাঙারী ব্যবসায়ী সোহাগ। তার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র চাঁদার জন্য তাকে হুমকি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত সেই চক্রই পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।
বিক্ষোভে বক্তারা বলেন, “এটা শুধু সোহাগের মৃত্যু নয়, এটা একজন পরিশ্রমী যুবকের স্বপ্ন হত্যার গল্প। আমরা এ হত্যার বিচার চাই। আর কোনো সোহাগ যেন এমন নির্মম মৃত্যুর শিকার না হয়।”
সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা।