ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জরুরি অবস্থা যেন না হয় রাজনৈতিক হাতিয়ার: ঐকমত্যে রাজনৈতিক দলগুলো

ধামরাই বার্তা ২৪
জুলাই ১৩, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জরুরি অবস্থা যেন না হয় রাজনৈতিক হাতিয়ার: ঐকমত্যে রাজনৈতিক দলগুলো
ঢাকা, ১৩ জুলাই ২০২৫ – নিজস্ব প্রতিবেদক

জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন সাংবিধানিক বিধান তৈরির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের রাজনৈতিক দলগুলো। আজ রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে এ ঐকমত্য গঠিত হয়।

সংলাপে কমিশনের পক্ষ থেকে সংবিধানের অনুচ্ছেদ ১৪১ (ক) সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী, যদি রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে যুদ্ধ, বহিরাক্রমণ, বিদ্রোহ, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব বা অখণ্ডতা হুমকির মুখে—তবে তিনি অনধিক ৯০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তবে শর্ত হিসেবে ঘোষণার পূর্বেই মন্ত্রিসভার লিখিত অনুমোদন নিতে হবে।

বর্তমান সংবিধানে জরুরি অবস্থার মেয়াদ ১২০ দিন এবং ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষর বাধ্যতামূলক। নতুন প্রস্তাবে প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার সম্মিলিত অনুমোদনের বিষয়টি যুক্ত করার প্রস্তাব আসে।

এছাড়া জরুরি অবস্থার সময় সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিকের জীবনাধিকার ও নির্যাতন থেকে মুক্ত থাকার অধিকার খর্ব করা যাবে না—এই বিষয়েও রাজনৈতিক দলগুলো সম্মত হয়।

এর আগে ৭ ও ১০ জুলাইয়ের সংলাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল।

error: Content is protected !!