ধামরাই পৌর বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক।
এছাড়াও উপস্থিত ছিলেন:
আশিকুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি
ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি
ধামরাই পৌর বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।