ধামরাই (ঢাকা), ১৭ জুলাই: মামুন আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা বিগত দিনে বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতাকর্মীদের জেলে পাঠিয়ে দলটিকে জনবিছিন্ন করার ষড়যন্ত্র করেছেন। হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন।”
বৃহস্পতিবার বিকেলে ধামরাই উপজেলার শরীফবাগ শরিফুননেছা মহিলা মাদ্রাসার মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠনসমূহ, যেখানে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অপশক্তির অশালীন প্রচারণার প্রতিবাদ জানানো হয়।
রিজভী বলেন, “মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছি আমরা। শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। এমনকি শুধু পানি চাওয়ার অপরাধে মুগ্ধ নামের এক শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম হয়েছে, তার পটভূমি রচিত হয়েছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আন্দোলন আজ সফল হয়েছে।”
দলের ভেতরে শৃঙ্খলার বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যদি সন্ত্রাসীমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দলের নামে কেউ অপকর্ম করলে রেহাই পাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম মাওলা শাহীন, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সহ অনেকে।