ঢাকার ধামরাইয়ে গ্রিড সাবস্টেশনে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। গ্রীডের বেস পেপার এলাকার স্টিল দিয়ে ঘেরা দেওয়ালের ভেতরে থাকা ৫টি এবং পার্শ্ববর্তী ক্যানেল সংলগ্ন ৭টি ৩৩ কেভি ফিডার হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
সূত্রে জানা গেছে, স্টাব পোলের গাই তার ও স্কাই ওয়্যার তার ছিড়ে পড়ে যাওয়ার ফলে ইনকামার সহ একাধিক ফিডার ট্রিপ করে যায়। এতে করে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনার পর বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।