ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. গ্রামীণ সাংবাদিকতা
  8. চাকরির খবর
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তারুণ্য
  12. ধর্ম
  13. পড়ালেখা
  14. প্রচ্ছদ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ধামরাই বার্তা ২৪
আগস্ট ১০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকার ধামরাইয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালের কণ্ঠের আবু হাসান, দৈনিক ইনকিলাবের আনিস উর রহমান স্বপন, সমকালের মোখলেছুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের আজহারুল ইসলাম রাজু, আমাদের সময়ের বাবুল হোসেন, খবরের কাগজের রুহুল আমিন, প্রতিদিনের বাংলাদেশের মনোয়ার হোসেন রুবেল, মুক্ত খবরের বাবুল হোসেন, আলোকিত বাংলাদেশের রাসেল হোসেন, দৈনিক জবাবদিহির আদনান হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড কেবল সাংবাদিক সমাজ নয়, পুরো জাতিকে স্তম্ভিত করেছে। দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই, বরং দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই তাদের প্রাণনাশের হুমকি কিংবা হত্যা করা হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে সারাদেশে সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবেন।

error: Content is protected !!